প্রথম
যখন নিউইয়র্কে আসি আকাশে তারা না দেখলে বাবাকে খুব প্রশ্ন করে জ্বালাতাম
বাবা বিদেশে তারা নাই কেন? বাবা কিছু বলতেন না। শুধু বলতেন আছে একদিন
দেখবি। আমিও বাবাকে আরো বেশী করে ধরে বলতাম বাবা তারা দেখাও তারা দেখবো।
বাবা তখনও একই উত্তর দিয়ে বলতেন দেখবি আমি মরে গেলে একদিন। আমি নিজেই তারা
হয়ে যাবো। আমি আর মিতি তখন হাসতাম বাবা কি বলে না বলে।
নিউইয়র্কের আকাশ ভরতি তারা আজকে। কাজ থেকে ফেরবার পথেই চোখে পড়লো আকাশ ভরতি তারা আজ। কি সুন্দর আকাশ। আকাশ জুড়ে হাজার তারার মেলা। মেলাতে নানান রকমের তারা পাওয়া যাবে আজ। আচ্ছা বাবা তুমি কোন তারাটা? আমি তারার মেলায় গিয়ে তোমাকে কিনে আনবো মেলা থেকে। বাবা আকাশ তারার মেলায় ফ্রেম বন্ধী হয়ে থেকোনা আমার ঘরে চলে এসো। কোন দূর নক্ষত্র কিম্বা তারও দূরে সীমাহীন, অনন্ত মহাকাশ জুড়ে আমি তোমায় খুঁজি নিঃশব্দের মাঝে অমানিশার অন্ধকারে, সকাল-দুপুর-সাঁঝে। আমার অস্তিত্বে, হৃদয়ে, আর্তনাদে
আমার অহংকারে, গর্বে সবখানে শুধু তুমি বাবা। বাবা চলে এসো তুমি; আমি মিতি আর তোমার ছেলেরা আমরা সবাই তোমার পথ চেয়ে বসে আছি। আজীবন অপেক্ষায় থাকবো।
-অপরিচিত মানবী
০৬/০৬/১৩
নিউইয়র্কের আকাশ ভরতি তারা আজকে। কাজ থেকে ফেরবার পথেই চোখে পড়লো আকাশ ভরতি তারা আজ। কি সুন্দর আকাশ। আকাশ জুড়ে হাজার তারার মেলা। মেলাতে নানান রকমের তারা পাওয়া যাবে আজ। আচ্ছা বাবা তুমি কোন তারাটা? আমি তারার মেলায় গিয়ে তোমাকে কিনে আনবো মেলা থেকে। বাবা আকাশ তারার মেলায় ফ্রেম বন্ধী হয়ে থেকোনা আমার ঘরে চলে এসো। কোন দূর নক্ষত্র কিম্বা তারও দূরে সীমাহীন, অনন্ত মহাকাশ জুড়ে আমি তোমায় খুঁজি নিঃশব্দের মাঝে অমানিশার অন্ধকারে, সকাল-দুপুর-সাঁঝে। আমার অস্তিত্বে, হৃদয়ে, আর্তনাদে
আমার অহংকারে, গর্বে সবখানে শুধু তুমি বাবা। বাবা চলে এসো তুমি; আমি মিতি আর তোমার ছেলেরা আমরা সবাই তোমার পথ চেয়ে বসে আছি। আজীবন অপেক্ষায় থাকবো।
-অপরিচিত মানবী
০৬/০৬/১৩
No comments:
Post a Comment