বার বার ফিরে আসি ফের কোন এক আশ্বাসে
যদি একমুঠো ভালোবাসা পাই জ্যোৎস্না ভরা রাতে
আমি ঝরে ঝরে যাবো আলোর প্রপাতে
যদি বেড়ে যায় লোভ আরো তাতে,
খুলে ফেলে দিবো সব দুঃখ পোষাক
হারিয়ে যাওয়া তিতির পাখীর তুলে রেখে ডানা
আমি পূর্ণ জোছনার আলো হবো সেই পূর্ণিমা রাতে।।
-অপরিচিত মানবী
০৬/০৭/১৩
যদি একমুঠো ভালোবাসা পাই জ্যোৎস্না ভরা রাতে
আমি ঝরে ঝরে যাবো আলোর প্রপাতে
যদি বেড়ে যায় লোভ আরো তাতে,
খুলে ফেলে দিবো সব দুঃখ পোষাক
হারিয়ে যাওয়া তিতির পাখীর তুলে রেখে ডানা
আমি পূর্ণ জোছনার আলো হবো সেই পূর্ণিমা রাতে।।
-অপরিচিত মানবী
০৬/০৭/১৩
No comments:
Post a Comment