Tuesday, May 28, 2013

তুমি ভালো থাকো

তুমি ভালো থাকো বলবো না তুমি সবসময় ভালো থাকো। এসব হঠাত মনে হওয়া অনুভুতি। আমার বুকের মাঝে অবহেলায় পড়ে থাকা কিছু দীর্ঘশ্বাস আর হাহাকার। ভালো থেকো নীল আকাশের চিল ভালো থেকো তুমি।
 

-অপরিচিত মানবী
 ০৫/২৪/১৩

No comments:

Post a Comment