সমস্ত আকাশ থেকে আলো আর হাসি ঝরে পড়ে
রঙীন ইচ্ছেগুলো উড়ে বেড়ায় নিশব্দে দুরপ্রান্তে
ভেসে উঠে দুরে বহু দুরে
আমার প্রিয়র হাসি মাখা মুখের রঙীন স্বপ্নগুলো
যেখানে শুধু তুমি আমি স্বপ্ন আর আমাদের ভালবাসা কাঠবেড়ালিদের সাথে ছুটে বেড়ায়!!
-অপরিচিত মানবী
রঙীন ইচ্ছেগুলো উড়ে বেড়ায় নিশব্দে দুরপ্রান্তে
ভেসে উঠে দুরে বহু দুরে
আমার প্রিয়র হাসি মাখা মুখের রঙীন স্বপ্নগুলো
যেখানে শুধু তুমি আমি স্বপ্ন আর আমাদের ভালবাসা কাঠবেড়ালিদের সাথে ছুটে বেড়ায়!!
-অপরিচিত মানবী
No comments:
Post a Comment