Wednesday, March 27, 2013

তুমি ভুলে গেছ

প্রাচীন পুরান এই শহরটিতে আমার পরিচিত কেউ নেই
নিষ্প্রাণ কিছু পাথরের গায়ে হেলান দেয়া নিকষ কালো অন্ধকার
একদম পাশে পড়ে থাকা কিছু নৈঃশব্দ্য
প্রিয়তমের দীর্ঘশ্বাসে
এক নিমিষে ভেঙ্গে পড়া বহু সাধনার সুর
শহরের কোথাও আজ আগুন জ্বলে যাবে।
তুমি ভুলে গেছ হয়ত এই শহরটি তোমার আমার ছিল বহুদিন।
 

-অপরিচিত মানবী

No comments:

Post a Comment