Friday, June 7, 2013

অবেলা বিকেলে


নিষ্প্রাণ উড়ে তীর বেঁধা এক পাখি,
ক্ষয়িষ্ণু তার মন অবেলা বিকেলে
সুখ খুঁজে ফেরে অচলায়তন মনে;
আমি শুধু তারে ছলছল চোখে দেখি।
 

-অপরিচিত মানবী
০৬/০৫/১৩

1 comment: