স্বপ্নে স্বপ্নে আকাশে আকাশে আমি স্বপ্ন পাখীর মুখ দেখিনা। ধুলি ও পথের মাঝে পড়ে থাকে শত সহস্র মানচিত্র ভেদ করা কিছু জলছাপ। ঠোঁটের কাছে কিছু উপচে পড়া নিঃশব্দ বেদনা। আমি তাকিয়ে রই আবার ঘরে ফেরা সংশয়ী কুহকের। দু'চোখ আটকে রয় ইমারত প্রাচীরে। কোথাও কোন দরদী চোখ ফিরে দেখেনা। অভিযোগ করেনা, কথাও বলে না। আমি লিখি বিহ্বল সারি সারি কালো গোটা বর্ণমালা। অবলীলায় লিখে ফেলি আন্তঃনগর দুরন্ত ট্রেনের মতো বিন্যস্ত কাব্য। একটি পঞ্জিকায় যদি আবার দেখা দেয় কোন প্রিয় শতাব্দীর।
পাখী তোমার অজস্র উড়া শেষে একটু ফিরে দেখো একটি অপরাজিতা কি করেব্যথায় নীল হয়ে যায়।
-অপরিচিত মানবী
০৬/০৭/১৩
No comments:
Post a Comment