নিজেকে এখনও আমি জানতে পারিনি না পেরেছি চিনতে। আমি মুক্ত বিহঙ্গ এক অপরিচিত মানবী।
Tuesday, May 28, 2013
শুনি কিছু দ্রোহের শব্দ
আমি কান পেতে শুনি কিছু দ্রোহের শব্দ শুকনো পাতার মর্মরে সমস্ত ভালবাসা দুঃখীএক কাক হয়ে উড়ে বেড়ায় ক্লান্ত উড়ে শেষে থমকে থামে এসে সাগর বেলার প্রান্তরে ।।
No comments:
Post a Comment