Saturday, November 2, 2013

তুমি পাখী করে নাও আকাশ


রাতের আকাশটা পড়ে আছে গায়ে কালো চাদর আর চাঁদের মতো শুভ্র ধুতি। দেখতে ঠিক আমার বাবার মতো লাগছে। আমার কথা শুনে দাদা হাসে আর বলে মাথায় দোষ হয়েছে তোর। চাঁদটা আড়াল কেনো আজ? তবুও চাঁদটা মেঘেদের দেখায় সত্যিকারের স্বপ্ন। জানালায় দাঁড়িয়ে খোলা আকাশে হাঁটু মুড়ে চাঁদ না খুঁজে বারান্দার বাহিরে গিয়ে দেখলে চাঁদ আরো বেশী তার দুরত্ব কমিয়ে আনবে পৃথিবী থেকে। এসব আমার দুশচিন্তার ফল। আচ্ছা আমার এসব দুশ্চিন্তার অন্যনাম কি হতে পারে? এর কি কোন জাত ধর্ম আছে?

কি বলতে যে কি বলি আমি আজকাল। আমার আসলে এখন আর ঠোঁটেই কথা আটকায়না। আচ্ছা আমি পাখী হলে কি করতাম? লুকিয়ে শেষ রাতে ঝড়িয়ে দিতাম পথিকের চলার পথে আমার সমস্ত পালক। অথবা হয়ত আকাশের সিঁড়ি বেয়ে যখন খুশী তখন উড়ে যেতাম অনেক উপরে। অভিশাপের জ্বরে আরো বেশী আকাশটাকে ছুঁয়ে দেখার বাসনায় উড়ে যেতাম আমি না ফেরার দেশে। আমি মিনতি করছি আমায় তুমি পাখী করে নাও আকাশ।

তপ্ত পিচঢালা পথ

আমি এবার কার শূণ্য ঘরে যাব
কার বাগানে রংহীন ফুল হয়ে ফুটে রইবো
এই ভরদুপুরে তপ্ত পিচঢালা পথ মাড়িয়ে
কার জীবনে রইবো আবার ক্ষনস্থায়ী হয়ে জড়িয়ে।

আমার ভেতরে হযবরল শব্দগুলো ভুগে নিরন্তর মরণ যন্ত্রনায়
আর লিপ্ত হয়ে আছে বিষন্ন সুন্দর এক আল্পনায়
আমি সৌন্দর্য হারিয়ে নিঃশব্দে অন্ধকারে হেঁটে চলি
আড়াল করে রাখি সব শুন্যতা আর স্বপ্নদের দেই বলি।

আমাকে কেউ জানেনি কেউ বুঝতে চায়নি
আমার সাদা কালোর তফাৎ কেউ ধরতে পারেনি
আমি মিথ্যে আশায় একবার নিজের খোলস বদলে ছিলাম
সময়ের দোলাচলে মিথ্যে কিছু প্রহর কাটিয়ে দিলাম
তোমাকে আর ফিরতে হবেনা তুমি ফিরে এসোনা কোনদিন
আমার স্তব্ধ এ পৃথিবীতে
আমি এক অসমাপ্ত কবিতা হয়ে বেচে রইবো চিরদিন।

ভাবিনি এমনটা হবে

আমি ভাবিনি এমনটা হবে
চাইনি এমনটা হোক
আমি চেয়েছিলাম আরো কিছু বর্ষায় মেঘেরা অঝোরে কাঁদুক
আরো কিছু শরতে কাশফুলগুলো শুভ্রতা ঝড়াক
রুপালী রোদের শুদ্ধিমন্ত্রে স্নান করে সুচি হোক একলা মন
ভীষন পূর্নিমায় জোৎস্নারা শূন্যলোকে একা একা ভেসে বেড়াক
চেয়েছিলাম কেউ যেন আবার পৃথিবীর আরন্যসীমা পেড়িয়ে পাড়ি দিয়ে যায় দুধকুমারী নদীর ধারা
কিছুই হয়নি কিছুই হলোনা
গলে যাওয়া অন্ধকারে বিধবা আঁচল ঢেলে দিয়ে রাতজাগা কুকুরেরা চিৎকার করে তাড়াতে পারেনি শূকনের দলকে
হয়ে ওঠেনি সন্তানের লাশ পোড়াবার সময় মা অতি শোকে পাথর হতে
আমি জানিনা আমার লেখা কোন কবিতার জন্য কেউ কান পেতে আছে কিনা
পৃথিবীর অপর প্রান্তে ব্যক্তিগত শহরতলীতে
একটা সাপের মরাদেহ।।

ইতি জেগে আছো?

- ইতি জেগে আছো?
-হুম আছি। আচ্ছা রাত কতো হল বলোতো?
-কি হবে জেনে?
-আমিও একটু ঘুমাবো।
-ভোরের আর দেরি বেশী নেই।
-সত্যিই দেরি নেই?
-কি হবে জেনে তোমার?
-একটা স্বপ্ন দেখব আজ।
-কিসের স্বপ্ন, সুর্যের আলোর?
-উহু, পাখিদের কলরব।
-ইতি, ঘুমিয়ে পড়।
-ঘুম সব ফুরিয়ে ফেলেছি।
-নির্জনতাই খাও তাহলে।
-একটু নুন পেলেই তো তাই সোনামুখে খাই।
-নুন? ইতি তুমি নুন চাইছ?
-না তো, আমার অন্ধকারই ভালো।
- আমি যাই ইতি আমার অনেক কাজ আছে।
-তোমাকে এবার সত্যিই যেতে হবে?
-যেতে তো হবেই, জীবনতো জীবনের গতিতে চলেই একা।

মৌমাছি

মাথা নীঁচু করে ঘাস ছিঁড়ছি
চারিদিকে গজানো ঝোঁপঝাড়
অবিরাম দল বেঁধে আসে
অশান্তির মতো
একা কেন আসেনা
যদি আসতেই থাকে দলবেঁধে
বেহায়া এক জটিলতা
মাথায় মৌচাক বেঁধেছে
মৌমাছি এবার কোথায় বসিয়েছ
জুয়ার আড্ডা???

আজকাল আমার কবিতা লিখতে লজ্জা হয়

আজকাল আমার কবিতা লিখতে লজ্জা হয়
মাঝে মাঝে আমি কবিতা লিখতে পারিনা
মনের মধ্যে এক অপরাধ বোধ জন্ম লয়
এই আমি এতোকাল বেঁচে ছিলাম যাচ্ছেতাই
জীবন দু'পায়ের তলায় রেখে অপমানে
আমি শুধু ভাবি
আমার আর কিছুই করা হলোনা এবেলা ওবেলা
দিনের পর দিন পার হয় রাতের পর রাত
প্যান্ডুলামে সময় থমকে থাকেনা আর
আমি সত্য বলতে আমরন চিৎকার করে বলি
আমি আমার শাদা চুলের পাশ দিয়ে শাদা চুলের দিকে এগিয়ে যাচ্ছি
আমি আমার বেহায়া জন্মের ব্যাপারে কিচ্ছু জানিনা এখানে খাঁটি মানুষ হয়ে বেঁচে থাকা যায় না।