Saturday, November 2, 2013

মৌমাছি

মাথা নীঁচু করে ঘাস ছিঁড়ছি
চারিদিকে গজানো ঝোঁপঝাড়
অবিরাম দল বেঁধে আসে
অশান্তির মতো
একা কেন আসেনা
যদি আসতেই থাকে দলবেঁধে
বেহায়া এক জটিলতা
মাথায় মৌচাক বেঁধেছে
মৌমাছি এবার কোথায় বসিয়েছ
জুয়ার আড্ডা???

No comments:

Post a Comment