- ইতি জেগে আছো?
-হুম আছি। আচ্ছা রাত কতো হল বলোতো?
-কি হবে জেনে?
-আমিও একটু ঘুমাবো।
-ভোরের আর দেরি বেশী নেই।
-সত্যিই দেরি নেই?
-কি হবে জেনে তোমার?
-একটা স্বপ্ন দেখব আজ।
-কিসের স্বপ্ন, সুর্যের আলোর?
-উহু, পাখিদের কলরব।
-ইতি, ঘুমিয়ে পড়।
-ঘুম সব ফুরিয়ে ফেলেছি।
-নির্জনতাই খাও তাহলে।
-একটু নুন পেলেই তো তাই সোনামুখে খাই।
-নুন? ইতি তুমি নুন চাইছ?
-না তো, আমার অন্ধকারই ভালো।
- আমি যাই ইতি আমার অনেক কাজ আছে।
-তোমাকে এবার সত্যিই যেতে হবে?
-যেতে তো হবেই, জীবনতো জীবনের গতিতে চলেই একা।
-হুম আছি। আচ্ছা রাত কতো হল বলোতো?
-কি হবে জেনে?
-আমিও একটু ঘুমাবো।
-ভোরের আর দেরি বেশী নেই।
-সত্যিই দেরি নেই?
-কি হবে জেনে তোমার?
-একটা স্বপ্ন দেখব আজ।
-কিসের স্বপ্ন, সুর্যের আলোর?
-উহু, পাখিদের কলরব।
-ইতি, ঘুমিয়ে পড়।
-ঘুম সব ফুরিয়ে ফেলেছি।
-নির্জনতাই খাও তাহলে।
-একটু নুন পেলেই তো তাই সোনামুখে খাই।
-নুন? ইতি তুমি নুন চাইছ?
-না তো, আমার অন্ধকারই ভালো।
- আমি যাই ইতি আমার অনেক কাজ আছে।
-তোমাকে এবার সত্যিই যেতে হবে?
-যেতে তো হবেই, জীবনতো জীবনের গতিতে চলেই একা।
No comments:
Post a Comment