আজকাল আমার কবিতা লিখতে লজ্জা হয়
মাঝে মাঝে আমি কবিতা লিখতে পারিনা
মনের মধ্যে এক অপরাধ বোধ জন্ম লয়
এই আমি এতোকাল বেঁচে ছিলাম যাচ্ছেতাই
জীবন দু'পায়ের তলায় রেখে অপমানে
আমি শুধু ভাবি
আমার আর কিছুই করা হলোনা এবেলা ওবেলা
দিনের পর দিন পার হয় রাতের পর রাত
প্যান্ডুলামে সময় থমকে থাকেনা আর
আমি সত্য বলতে আমরন চিৎকার করে বলি
আমি আমার শাদা চুলের পাশ দিয়ে শাদা চুলের দিকে এগিয়ে যাচ্ছি
আমি আমার বেহায়া জন্মের ব্যাপারে কিচ্ছু জানিনা এখানে খাঁটি মানুষ হয়ে বেঁচে থাকা যায় না।
মাঝে মাঝে আমি কবিতা লিখতে পারিনা
মনের মধ্যে এক অপরাধ বোধ জন্ম লয়
এই আমি এতোকাল বেঁচে ছিলাম যাচ্ছেতাই
জীবন দু'পায়ের তলায় রেখে অপমানে
আমি শুধু ভাবি
আমার আর কিছুই করা হলোনা এবেলা ওবেলা
দিনের পর দিন পার হয় রাতের পর রাত
প্যান্ডুলামে সময় থমকে থাকেনা আর
আমি সত্য বলতে আমরন চিৎকার করে বলি
আমি আমার শাদা চুলের পাশ দিয়ে শাদা চুলের দিকে এগিয়ে যাচ্ছি
আমি আমার বেহায়া জন্মের ব্যাপারে কিচ্ছু জানিনা এখানে খাঁটি মানুষ হয়ে বেঁচে থাকা যায় না।
No comments:
Post a Comment