আমি ভাবিনি এমনটা হবে
চাইনি এমনটা হোক
আমি চেয়েছিলাম আরো কিছু বর্ষায় মেঘেরা অঝোরে কাঁদুক
আরো কিছু শরতে কাশফুলগুলো শুভ্রতা ঝড়াক
রুপালী রোদের শুদ্ধিমন্ত্রে স্নান করে সুচি হোক একলা মন
ভীষন পূর্নিমায় জোৎস্নারা শূন্যলোকে একা একা ভেসে বেড়াক
চেয়েছিলাম কেউ যেন আবার পৃথিবীর আরন্যসীমা পেড়িয়ে পাড়ি দিয়ে যায় দুধকুমারী নদীর ধারা
কিছুই হয়নি কিছুই হলোনা
গলে যাওয়া অন্ধকারে বিধবা আঁচল ঢেলে দিয়ে রাতজাগা কুকুরেরা চিৎকার করে তাড়াতে পারেনি শূকনের দলকে
হয়ে ওঠেনি সন্তানের লাশ পোড়াবার সময় মা অতি শোকে পাথর হতে
আমি জানিনা আমার লেখা কোন কবিতার জন্য কেউ কান পেতে আছে কিনা
পৃথিবীর অপর প্রান্তে ব্যক্তিগত শহরতলীতে
একটা সাপের মরাদেহ।।
চাইনি এমনটা হোক
আমি চেয়েছিলাম আরো কিছু বর্ষায় মেঘেরা অঝোরে কাঁদুক
আরো কিছু শরতে কাশফুলগুলো শুভ্রতা ঝড়াক
রুপালী রোদের শুদ্ধিমন্ত্রে স্নান করে সুচি হোক একলা মন
ভীষন পূর্নিমায় জোৎস্নারা শূন্যলোকে একা একা ভেসে বেড়াক
চেয়েছিলাম কেউ যেন আবার পৃথিবীর আরন্যসীমা পেড়িয়ে পাড়ি দিয়ে যায় দুধকুমারী নদীর ধারা
কিছুই হয়নি কিছুই হলোনা
গলে যাওয়া অন্ধকারে বিধবা আঁচল ঢেলে দিয়ে রাতজাগা কুকুরেরা চিৎকার করে তাড়াতে পারেনি শূকনের দলকে
হয়ে ওঠেনি সন্তানের লাশ পোড়াবার সময় মা অতি শোকে পাথর হতে
আমি জানিনা আমার লেখা কোন কবিতার জন্য কেউ কান পেতে আছে কিনা
পৃথিবীর অপর প্রান্তে ব্যক্তিগত শহরতলীতে
একটা সাপের মরাদেহ।।
No comments:
Post a Comment