Saturday, November 2, 2013

তপ্ত পিচঢালা পথ

আমি এবার কার শূণ্য ঘরে যাব
কার বাগানে রংহীন ফুল হয়ে ফুটে রইবো
এই ভরদুপুরে তপ্ত পিচঢালা পথ মাড়িয়ে
কার জীবনে রইবো আবার ক্ষনস্থায়ী হয়ে জড়িয়ে।

আমার ভেতরে হযবরল শব্দগুলো ভুগে নিরন্তর মরণ যন্ত্রনায়
আর লিপ্ত হয়ে আছে বিষন্ন সুন্দর এক আল্পনায়
আমি সৌন্দর্য হারিয়ে নিঃশব্দে অন্ধকারে হেঁটে চলি
আড়াল করে রাখি সব শুন্যতা আর স্বপ্নদের দেই বলি।

আমাকে কেউ জানেনি কেউ বুঝতে চায়নি
আমার সাদা কালোর তফাৎ কেউ ধরতে পারেনি
আমি মিথ্যে আশায় একবার নিজের খোলস বদলে ছিলাম
সময়ের দোলাচলে মিথ্যে কিছু প্রহর কাটিয়ে দিলাম
তোমাকে আর ফিরতে হবেনা তুমি ফিরে এসোনা কোনদিন
আমার স্তব্ধ এ পৃথিবীতে
আমি এক অসমাপ্ত কবিতা হয়ে বেচে রইবো চিরদিন।

No comments:

Post a Comment