Monday, April 15, 2013

সময়ের খেলা

সময়টা দ্রুত গতিতে না গেলে অনেক অবশিষ্ট কাজের সমাপন হতো। সময়ের খেলা এতো দ্রুত ঘটে যাচ্ছে যে জীবনটা সার্কাসের রেসের মতো মনে হয়।আর আমি হচ্ছি সে সার্কাসের। সার্কাসের রেসের মতো জীবন প্রতিযোগিতায় সময়ের মত দ্রুত গতিতে দৌড়াতে চাইনা। যা আমার গন্তব্যই আমাকে ভুলিয়ে দিতে পারে একদিন।
 

-অপরিচিত মানবী
০৪/১৩/১৩

No comments:

Post a Comment