Tuesday, April 2, 2013

সূর্যাস্তের ডুবে যাওয়া

রোদের ভেতরে ঘোরে একটা বিন্দু
বারান্দার এক চিলতে জায়গায় তার কিছুটা প্রাপ্তি দখল
আকাশের সাথে ভেসে আসে আরেক নতুন জীবন
সবকিছুর ওপর এক নীলরং ঘুর্নিপাক খায়
আর আমি এককোনে রেলিঙ্গের গা ঘেষে
বিখ্যাত সূর্যাস্তের ডুবে যাওয়া দেখি||
 

-অপরিচিত মানবী

No comments:

Post a Comment