রাতভর গরম ছিল| সকালে ঘুম থেকে উঠেই দেখি আকাশের
মন খারাপ| শুয়ে শুয়ে কিছু পছন্দের গান শুনছিলাম| "এমন সময় টেক্সট এলো নীচে
নাম-শুভ|" আমি অতি দ্রুত রেডি হয়ে নীচে নেমে দাড়িয়ে আছি লাইব্রেরিতে বসে
স্টাডি করব| ছাতা নেই সাথে আকাশের কান্না দেখি গেইটের সামনে দাড়িয়ে| ভাবছি
আকাশ তার সব দুঃক্ষ ঝেড়ে হাউমাউ করে এত কাঁদে তবুও তার দুঃক্ষ কমে না কেন?
ভাবতে ভাবতে যেই ঘরের মধ্যে যাবো ফোন বেজে উঠলো| "তন্বী আজকে যাবনা বৃষ্টি হয় ছাতা নাই| রাতে বাসায় আসব| একসাথে পড়ব|" ব্যাস বলেই হ্যাং আপ| আমি ভাবছি শুভকে কল করে জিগ্যেস করি তাহলে টেক্সট কে করলো নীচে যাবার জন্য? আর জিগ্যেস করা হয় না| রাতেই করব মনে থাকলে| আই হেইট ইউ ওয়েদার|
-অপরিচিত মানবী
০৪/১২/১৩
ভাবতে ভাবতে যেই ঘরের মধ্যে যাবো ফোন বেজে উঠলো| "তন্বী আজকে যাবনা বৃষ্টি হয় ছাতা নাই| রাতে বাসায় আসব| একসাথে পড়ব|" ব্যাস বলেই হ্যাং আপ| আমি ভাবছি শুভকে কল করে জিগ্যেস করি তাহলে টেক্সট কে করলো নীচে যাবার জন্য? আর জিগ্যেস করা হয় না| রাতেই করব মনে থাকলে| আই হেইট ইউ ওয়েদার|
-অপরিচিত মানবী
০৪/১২/১৩
No comments:
Post a Comment