জীবন হচ্ছে এক অচেনা পথের অসীম ঠিকানা। যখন
যেখানে সে যেমন। কোথাও স্বপ্ন ভাঙ্গে আবার কোথাও নতূন স্বপ্ন রচিত হয়।
কোথাও মন দেয়া নেয়ার নতুন লগ্ন কোথাও মন ভাঙ্গার সানাই বাজে। আসলে জীবন
হচ্ছে এক সংগ্রাম। অপ্রকাশিত কিছু ইতিহাসের এক কালো অধ্যায়। নীরব কিছু
অচেনা আবেগের কল্পকথা। হাজার হাজার রঙের ফানুসের এক বিবর্ণ স্বপ্ন হচ্ছে
জীবন। এক সময় আমার এ জীবনে ছিলো আকাশছোয়া কিছু অধরা স্বপ্ন। নিজের অস্তিত্ব
টিকিয়ে রাখার জন্য আমি মাইলের পর মাইল
একা হেঁটে চলতাম। ছুটে চলতাম নীলচে আঁধার ঘেরা রাত্রিতে। রচনা করতাম
অস্পষ্ট কোনো এক ভোরের কাব্য। যেখানে থেমে থাকার কোনো অবকাশ ছিলোনা।
জীবনের কোনো একটা সময় মনে হলো এ পথ আর পথিক এক বাঁকে আর মিলিত হবে না কোনদিন। পিছু না হেটে এগিয়ে চলি সামনে। পথিক থেমে যায়। আমি একেবেঁকে এগিয়ে চলি অন্তবিহীন। কতবার নিজেকে ঢেউহীন এক শূন্য সাগর মনে হয়েছে। নীরব আমি তবুও থামতে পারিনি। কোলাহলমুখর এ পৃথিবীতে আমি জীবনের সংজ্ঞা খুঁজে পাব একদিন এই ভেবে আমি ছুটে চলি। আসলে, মেঘের জলে ভেজা স্বচ্ছ কিছু স্মৃতির অনিশ্চয়তার বুকে জীবন হচ্ছে এক নামহীন খেলাঘর।
-অপরিচিত মানবী
০৪/১২/১৩
জীবনের কোনো একটা সময় মনে হলো এ পথ আর পথিক এক বাঁকে আর মিলিত হবে না কোনদিন। পিছু না হেটে এগিয়ে চলি সামনে। পথিক থেমে যায়। আমি একেবেঁকে এগিয়ে চলি অন্তবিহীন। কতবার নিজেকে ঢেউহীন এক শূন্য সাগর মনে হয়েছে। নীরব আমি তবুও থামতে পারিনি। কোলাহলমুখর এ পৃথিবীতে আমি জীবনের সংজ্ঞা খুঁজে পাব একদিন এই ভেবে আমি ছুটে চলি। আসলে, মেঘের জলে ভেজা স্বচ্ছ কিছু স্মৃতির অনিশ্চয়তার বুকে জীবন হচ্ছে এক নামহীন খেলাঘর।
-অপরিচিত মানবী
০৪/১২/১৩
No comments:
Post a Comment