নিজেকে এখনও আমি জানতে পারিনি না পেরেছি চিনতে। আমি মুক্ত বিহঙ্গ এক অপরিচিত মানবী।
Wednesday, April 3, 2013
তারপর মন ভাঙা সব
একদিন সব নিরূর্থক মনে হবে, তারপর সব মন ভাঙা
কাহিনী ম্লান হয়ে অমাবস্যার রাতের অন্ধকারে মিশে যাবে| একদিন মনে পড়বে আমি
আর তুমি বেডরুমের অর্কিডের টবে কতটা জীবন্ত ছিলাম|
No comments:
Post a Comment