আমার কাজের জায়গায় ১৩ তলায় অসম্ভব সুন্দর একটা
রেম্প আছে। একটা রুমের দরজা পেরিয়ে সেই রেম্পে যেতে হয়। রুমটির উত্তর
দক্ষিন কর্নারে একটা জানালা।জানালার পাশে দাড়ালে নিজেকে হারিয়ে ফেলি হারানো
দিনে। যে দিনগুলো মনে পড়লে নিজেকে ভীষণ অদ্ভূত লাগে। আমার ফেলে আসা
দিনগুলো এক সময়ের সবচে ভালো থাকার দিন ছিল। আমি কখনই পরিবর্তন সহ্য করতে
পারিনা। নতুন মানুষ, নতুন পরিবেশ, নতুন অনুভূতি, নতুন সবকিছু আমাকে ভীত
করে। মাঝে মাঝে ভাবি এসব কি শুধুই তাহলে
সব কিছুর সীমাবদ্ধতা? জানালার পাশে পথ চেয়ে পাশে বেয়ে ওঠা সবুজপাতার
গাছগুলোর কথা মনে পড়ে। খুব অদ্ভূত তো! যে গাছটার পাতা থেকে ঝরে পড়া বৃষ্টির
ফোঁটা দেখে পার করেছি অনেকগুলো বছরের সকাল আমার। কখনো সে গাছটার নাম জানা
হয়নি আমার, হয়ত ইচ্ছেই হয়নি- কী অদ্ভূত ব্যাপার না?
-অপরিচিত মানবী
০৪/১১/১৩
-অপরিচিত মানবী
০৪/১১/১৩
No comments:
Post a Comment