বিদায়ের ঘন্টা বেজেছে এবার যে বিদায়ের পালা মা।
আবার যদি ফিরে আসো মা তোমার ফেলে যাওয়া এই সংসারে- হঠাত কোন একদিন এসে
দেখো আমি উঠোনের তুলসী গাছের পাশে লম্বা বাঁশটায় হেলান দিয়ে, তোমার প্রিয়
এক বেনী ঝুলিয়ে, আড়মোড়া ভেঙ্গে দুহাত উঁচিয়ে আশায় ভর করে কোনো এক শেষ
বিকেলে তোমার বাড়ি ফেরবার অপেক্ষায় দাঁড়িয়ে আছি।
-অপরিচিত মানবী
০৪/০৮/১৩
-অপরিচিত মানবী
০৪/০৮/১৩
No comments:
Post a Comment