Tuesday, April 2, 2013

সীমা থেকে অসীমে

দুনিয়াটা হচ্ছে গোল যেভাবেই সে ঘুরেনা কেন মিলবে একই বিন্দুতে এসে| মেঘে মেঘে জলকণা জমবে, বৃষ্টি নামবে| সব সময়ের খেলা| সময় যে অনন্ত মহাকাল তাও মুহূর্তে দিয়ে গাঁথা। জীবনের এক একটি কণা গেঁথে গেঁথে জন্ম নেয় সেকেন্ড,মিনিট, আর ঘন্টা। জন্ম নেয় দিন, মাস আর বছরের। ছোট এক খণ্ড থেকে অখন্ডের। সীমা থেকে অসীমের অন্তবিহীন এ যাত্রায় প্রতি ধূলিকণায় আমারই অস্তিত্ব, আমি নিজেই তার কণামাত্র।
-অপরিচিত মানবী

No comments:

Post a Comment