Friday, April 12, 2013

অস্পৃশ্য প্রেম আমার

অস্পৃশ্য প্রেম আমার
না ছুঁতে পারি; না ছুঁয়ে দিতে পারি
শুধু পারি চেয়ে চেয়ে অক্ষরগুলোর খেলা দেখতে
মুঠোফোনে কিছু গভীর দীর্ঘশ্বাসের
নীল শব্দ ওপার থেকে ভেসে আসে।

আমি টের পাই তার দু'আঙ্গুলের ফাঁকে পুড়তে থাকে
জ্বলন্ত চুরুটের এক ক্ষুদ্র উতপ্ত অংশ
অচেনা কোনো এক পৃথিবীর রাস্তায়
অলিতে গলিতে সে তা ফুঁকে খুব ক্লান্ত হয়ে।

তার পৃথিবীর সকালের রং সোনালী হলুদ
শেষ ক্লান্তির রেশ কাটিয়ে উঠে দেখে
কছুপাতা জলের কতগুলো নড়বড়ে ফোঁটা
সে যেন জল নয় কোনো জীবনের গোটা
হঠাৎ করে যদি গড়িয়ে পড়ে সে জল
এক পলকেই হবে সব নশ্বর জীবনখানি।

আমি এক অসম্ভবের পিছে ঘুরি হন্যে হয়ে
পুরাতন থেকে বেরিয়ে নতুনের দিকে
সব কিছুর কবর দিয়ে যখন পা বাড়াবো
আয়নায় তার প্রতিবিম্ব আবার
অস্থিরতা বাড়িয়ে দেয় এই হৃদয়ে।।

-অপরিচিত মানবী
০৪/০৯/১৩

No comments:

Post a Comment