Monday, April 15, 2013

মা আবার কবে আসবে

সবাই বসে আছে| আমি তাকিয়ে আছি মা'র দিকে| মা আমায় কাছে টেনে চুমু খেয়ে বলেন আমি আসি| আমি স্তব্দ হয়ে মা'র চলে যাওয়া দেখি| আমার মা| যার সাথে জন্ম-জন্মান্তরের সম্পর্ক| আমার জীবনটাকে অচল করে পৃথিবীর এপাশ থেকে অন্যপাশে পিছু না ফিরে হেঁটে চলে গেলো| আমাকে জিগ্যেস করার সুযোগও দিলেন না- মা আবার কবে আসবে তুমি? আমি অপেক্ষায় থাকব আজীবন|
 

-অপরিচিত মানবী
০৪/১৪/১৩

No comments:

Post a Comment