Saturday, April 13, 2013

এক বিক্ষিপ্ত চেতনায়

এক রক্তিম আভা আকাশের বুকে
উত্তপ্ত মন জ্বলনের শঙ্কা
নিরুদ্বিগ্নতা থেকে কোনো এক গ্লানিময়
ক্লান্তির অবসাদে।
আর আমি ভেসে চলি তাই
কোনো এক বিক্ষিপ্ত চেতনায়।
 

-অপরিচিত মানবী
০৪/১২/১৩

No comments:

Post a Comment