নিজেকে এখনও আমি জানতে পারিনি না পেরেছি চিনতে। আমি মুক্ত বিহঙ্গ এক অপরিচিত মানবী।
Monday, April 8, 2013
নিজের মনকে
আমাদের নিজের মনকে সময় দিতে হবে। আর তখনি আবেগ
প্রবণ হয়ে নিজেকে বিষণ্ণতার অন্ধকারে ঠেলে দেবার ব্যাপারটা মিলিয়ে যাবে
জীবন হতে। নিজেকে মনে হবে অনেক বেশি আত্মবিশ্বাসী ও প্রাণবন্ত।
No comments:
Post a Comment