ছোটোবেলা থেকেই আমি খুব কম স্বপ্ন দেখি। হয়ত
কখনও পূরণ হবে না ভেবে। চলার পথে বার বার হোচট খেয়েছি। বালির বাধের মত
ভেঙ্গে গেছে অনেক কিছু। যতটুকুই স্বপ্ন দেখতাম স্বপ্ন গুলো পরিনত হয়েছে
দুঃস্বপ্নতে। তবুও ভেঙ্গে পরিনি আমি কখনো। নতুন আশায় বুক বেঁধেছি প্রতিবার।
স্বপ্ন ভাঙতে ভাঙতে আজ আমি যখন বড় বেশি ক্লান্ত ঠিক তখন আবার আশার আলো
দেখতে পাই নিজেকে আর ছোট বোনকে দিয়ে। আর তাইত স্বপ্ন ভাঙ্গা নিঃসঙ্গ পথিককে
আমি আর আগের মত ভয় পাইনা। আবার নতুন করে স্বপ্ন দেখি। আবার নতুন আশায় বুক
বাঁধি।
-অপরিচিত মানবী
০৪/১০/১৩
-অপরিচিত মানবী
০৪/১০/১৩
No comments:
Post a Comment