সুপ্রভাত| নতুন একটা দিনের শুরু| রাতে দেরী করে
ঘুমিয়েছিলাম বলে দাদা চিল্লাচ্ছিল| তখন খুব রাগ হচ্ছিল| এখন দেখি সেই দাদা
মাথায় হাত বুলিয়ে বলছেন, "ভালো করে পরীক্ষা দিস| দিনে তর উঠতে কষ্ট হবে তাই
বকেছিলাম|" দাদা আমার জন্য কফি আনতে গেছেন| আমি তাকিয়ে আছি| রাত থেকে এ
পর্যন্ত আমার একটুও খারাপ লাগেনি| কিন্তু এখন দাদাকে দেখে মনে হলো বাবা বের
হয়ে গেলেন কফি আনতে| আচ্ছা বড় ভাইরা কি বাবার প্রতিচ্ছবি পান? আমি জানি
আমি পরীক্ষা দিয়ে বের না হওয়া পর্যন্ত সে বসে থাকবে| আজকে দাদাকে বের হয়ে
বলেই ফেলবো "তুই পাশে থাকলে আমি যেন বাবাকেই পাশে দেখি|"
-অপরিচিত মানবী
০৪/১০/১৩
-অপরিচিত মানবী
০৪/১০/১৩
No comments:
Post a Comment