Wednesday, March 27, 2013

কাল রোদ্দুর উঠবে আকাশনীলে

আর একটু পরেই বৃষ্টি নামবে, যেমন নেমেছিল গতকাল। তার আগে, তার পরে মাটি ধুয়ে যাবে, গর্ভ হবে তার জন্মের গান ঠোঁটে নিয়ে উড়ে যাবে পাখি। কাল রোদ্দুর উঠবে আকাশনীলে। আমি আলো জ্বালিনি আজ।সমস্ত ঝঞ্ঝার শেষে তুমি আসবে বলে ধুলোর সংসার উড়িয়ে দেয়া হাওয়া হু হু করে বয়ে আসছে সেই কোন পার থেকে।
 

-অপরিচিত মানবী

No comments:

Post a Comment