আমার এই হাতটিতে সে যখন হাত রাখে, তখনি আমি আমার
অতীত ভুলে যাই| এই বর্তমানও আমার কাছে ম্লান হয়ে আসে অদূর ভবিষ্যতকে ভীষন
অর্থহীন মনে হয়। আমার চারদিকের পৃথিবীর ব্যস্ততা আমার কাছে বৃথা মনে হয়|
নিশ্চল হয়ে বসে থেকেও অনেকটা পথ পাড়ি দিতে থাকি আমি কল্পনায়| বিভাজনের
স্বপ্ন করতলে একে অপরের সান্নিধ্যে উষ্ণ হই| সেখানে কোনো প্রেম নেই;
অদ্রাব্য এক বোধ মিশে থাকে। তার প্রতিটি স্পর্শ আমাকে পালটে দেয়| সে আমার ভেতরে
তুমুল ঝড় বইয়ে দেয় -আমার ভেতরটা লণ্ডভণ্ড হয়ে যাবার উপক্রম হয়|আমি
নিজেকে চিনতে পারি না, আমি আমার চারদিককে নতুন বলে আবিষ্কার করি। একসময় এই
ক্লান্ত আমি তাকে সামনে যেতে বলি| সে আমাকে পাশ কাটিয়ে অতিক্রম করে না| যখন
সে আমার পিছু পিছু হাঁটে, আমি থামলে সে-ও থেমে যায়| পরাজিত এই আমি একসময়
তার কাছে আত্মসমর্পিত হই| তাকে পেছনে রেখে পথ পাড়ি দিতে আমার অস্বস্তি
লাগতে থাকে| এক সত্ত্বা বলে মনে করা বোধের কাছে আত্মসমর্পিত হয়ে পুনরায়
আমি তার হাত ধরে পাশাপাশি হাঁটতে থাকি অক্লান্ত|
-অপরিচিত মানবী
-অপরিচিত মানবী
No comments:
Post a Comment