Wednesday, March 27, 2013

ভালবাসা মরণ

আমি ছুঁতে পাই না সে স্বর্গ নরক,
আমি ফিরে যেতে পারিনা সেই অর্ধেক মানবদেহে
আমি অদৃশ্য হয়ে বেড়াই, খুঁজে বেড়াই সেই তোমাকে
যে কখনো ভালোবাসার আকার ধারন করতে চাইতে না,
যে শুধু ভালবাসার পথে মুক্তি খুঁজে ফিরতে
শুধু বলে বেড়াতে হোক না আমার ভালবাসা মরণ!
আমি অন্ধকারে দুবে যাই
আলোর খোঁজে আমি হলাম আঁধারের তপস্বীনি,
আমরন সুখের খোঁজে তুমি অমৃত চেয়েছিল,
সরল সোজা পথ হারিয়ে আমি গরল পথপানে খুঁজেছিলাম সুখ
হায় ভালোবাসা
তুমি আমার হৃদয়ের ঘুমন্ত উষ্ণতা
সেই উষ্ণতা বাড়তে থাকে সময়ের নিয়মে
এমনি অনেক বেহিসাবী খেয়ালে।
 

-অপরিচিত মানবী

No comments:

Post a Comment