Sunday, March 24, 2013

হতে চাই বিড়াল ছায়ামূর্তি

বিড়াল হতে ইচ্ছে করে। আমি বিড়াল হয়ে অন্ধকারে নিঃশব্দে মনের ঘরের এপাশ ওপাশ ঘুরে বেড়াবো। চমকে উঠে তুমি খুজবে!! কাউকে হয়ত বলবে "কার যেন দীর্ঘশ্বাস আমাকে ছুয়ে গেল।" আমি হতে চাই বিড়াল ছায়ামূর্তি!!

No comments:

Post a Comment