নীড়ে ফেরে যে পাখি
শাবকের জঠরের নেভাতে আগুন
জানে একদিন ফাকি দিবে তারা
তবু তার সুখ।
সুখ খুজি আমি,খুজি না কোনো জয়
পৃথিবীর স্পর্শ খুঁজে ফিরি আমি
চাইবো, চাইবো যা মনের তাগিদে
করবো যা, করবো ভালোবেসে
শুধু ভালবাসি ভীষণ বলে।
-অপরিচিত মানবী
শাবকের জঠরের নেভাতে আগুন
জানে একদিন ফাকি দিবে তারা
তবু তার সুখ।
সুখ খুজি আমি,খুজি না কোনো জয়
পৃথিবীর স্পর্শ খুঁজে ফিরি আমি
চাইবো, চাইবো যা মনের তাগিদে
করবো যা, করবো ভালোবেসে
শুধু ভালবাসি ভীষণ বলে।
-অপরিচিত মানবী
No comments:
Post a Comment