Thursday, March 28, 2013

নিঃশ্বাসে আমি নিজে


জানালায় দাড়িয়েই দেখা যায় আকাশ ভর্তি একটা পূর্ণ চাঁদ। পুরোটা আকাশ জুড়ে মেঘেদের সাথে ছোঁয়াছুঁয়ি খেলায় সে মেতে আছে আজ। চাঁদের আলো পড়েছে পথিকের পথের আগে আর পরে। পাশেই জলপুকুরে আলোর বিষ আস্তরণ জলে মিশে গেছে। মনে হয় আজ রাতচাঁদে জোছনা মিশে একাকার হয়ে তোমার নিঃশ্বাস চুরি করবে। আর তোমার সে নিঃশ্বাসে আমি নিজে আবার বেঁচে উঠব।

-অপরিচিত মানবী

No comments:

Post a Comment