Wednesday, March 27, 2013

গভীর রাতকে

যদি তুমি আমার
এ হাতদুটো ধরে রাখো,
জ্যোত্‍স্নাও সঙ্গ দেবে গভীর রাতকে-
মৌন হবো তুমি আমি
অজস্র জীবনের, প্রিয়তম কথায়
 

-অপরিচিত মানবী

No comments:

Post a Comment