সারাদিন কি সুন্দর ওয়েদার ছিলো আর রাত বিরাতে
কেমন টেম্পারেচার ঠাস করে একদম ৫ ডিগ্রী সেলসিয়াসে নেমে গেল| সকালে উঠে
আইসক্রিমের মিউজিক শুনে ভাবলাম যাক আইসক্রিম খাবো- তাও হলনা কাশির জন্য
মা'র অনুরোধের জন্য| ভাবলাম রাতে কিছুক্ষণ বারান্দায় গিয়ে বসবো তাও হলোনা
ঠান্ডার জন্য| কাজ থেকে বাসায় ফিরবার পথে বাসের জন্য অপেক্ষা করে করে এখন
গায়ে হাত দিয়ে দেখি শরীরের তাপমাত্রা কিছুটা বেশী| ছোট বোন শুয়ে শুয়ে খেয়াল
করছিলো আমি কি করছি| মা কি মনে করে উঠে
এসে শরীরে হাত রেখে বললেন ইসস এতো জ্বর!! মা এমন আশ্চর্য ভাবে তাকাচ্ছেন
যেন আমি জ্বরকে নিমন্ত্রণ জানিয়েছি| মা খুব যত্ন-আত্তি করছেন| আমার খুব
ভালো লাগছে| মা আমাকে বসিয়ে দিয়ে নিজের কাজে যখন চলে গেলেন তখন মনে হলো
ডেকে বলি "মা তুমি তোমার হাত দিয়ে একটু ছুয়ে দিলেই আমার আনন্দ অগ্নিতে ঝাপ
দিতে ইচ্ছে হয়| তুমি তুমি তুমি মা এই মুহূর্ত ছাড়া কোনদিন ছোবে না আমায়|
-অপরিচিত মানবী
-অপরিচিত মানবী
No comments:
Post a Comment