Wednesday, March 27, 2013

গন্তব্যের কোন শেষ নেই

সব কিছুরই শেষ আছে| যেমন দিনের পর রাত, সুখের পর দুঃক্ষ,শরতের পর বসন্ত| আমার কোনো শেষ নেই| শুধু শুরুই আছে| আমার বর্ষার পর শরৎ আসে হেমন্তও আসে কিছুরই শেষ হয়না |আরো বলতে পারি আঙ্গুল গুনে গুনে| কারো কারো তো গন্তব্যই থাকে না, অথচ দেখো কী শক্তিই না ধরে শরীরে| আমি পথহারা হই না, তুমি আমার পায়ে চলার পথ আমার গন্তব্যের কোন শেষ নেই|
 

-অপরিচিত মানবী

No comments:

Post a Comment