Wednesday, March 27, 2013

অসমাপ্ত গহীন পথ

অদ্ভুত এক হতাশাবোধ ঘিরে বসেছে আজ রাতটাতে, যেদিকেই দেখি হতাশা আর হতাশা| সারারাত জানালার একপাশে বসে নিস্সঙ্গ এক পেঁচার করুন আর্তনাদ শোনা যাচ্ছিল| অনেক দুরে কয়েকটা কলা বাদুর কি অসহ্য যন্ত্রনায় এখান থেকে ওখানে ডানা ঝাপটিয়ে উড়ে বেড়াচ্ছিল| মেঘ ঢাকা আকাশটাতে চাঁদ খুঁজে বেড়াচ্ছিলাম| বিষন্ন মেঘেরা আকাশটা ঘিরে রেখে বিরামহীন ছুটে পালাতে থাকে চাঁদের আলো থেকে| হঠাত মনে প্রশ্ন জাগলো আচ্ছা আজ অমাবস্যা নাকি?

কথাও আজ কোনো জোনাকীদের কানামাছি খেলা চোখেই পড়ল না| নারকেল গাছের পাতা গুলো ছায়াসঙ্গী হয়ে পাহারা দেয় আমার হতাশাদের| দূর হতে মাঝে মাঝে সাগরের গর্জন কানে ভেসে আসে| সাগরটা এত উত্তাল কেন আজ? অস্থির সাগরের পারে ছুটে যেতে মন চায় আমার এই বেইমান মনটার| হতাশাদের ভাসিয়ে দিতে মন চায় জলতরঙ্গের সাথে| তাকিয়ে দেখতে ইচ্ছে হয় প্রতিটা ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে আমার হতাশাগুলো হারিয়ে যায় কোনো অজানা দ্বীপে; কষ্ট হয়ে বাসা বাধে অন্য কোনো অপরিচিত মানবীর দেহে।

ভোরের আলো জেগে উঠছে| বিবর্তিত নতুন প্রানের পরিবর্তে সেই পুরাতন ব্যথিত মেঘ আকাশটাকে এখন অবধি ঘিরে রেখেছে| হতাশারা মাথা চাড়া দিয়ে ওঠে নতুন কিছু আলোয় নতুন উদ্দীপনায়| হতাশাদের হাত থেকে মুক্তি পেতে বেছে নেই একটা অসমাপ্ত গহীন পথ| সেই পথে আমি অন্তহীন হেঁটে বেড়ালেই ক্ষনিকের মুক্তি আসে আমার অক্লান্ত দেহে|
 

-অপরিচিত মানবী

No comments:

Post a Comment