Thursday, March 28, 2013

তোমায় ভালোবাসি

তোমায় ভালোবাসি শুধু এটুকুই বার আমি বলিনি, বলেছিলাম
আমার ধমনীতে মিশে থাকো সিক্ততার ঘ্রাণ নিয়ে
হৃদয়ের ক্যানভাসে উচ্ছ্বাসিত হয়ে ঢেউয়েদের প্রাণ দিও|
শরীরের সাথে নিঃশ্বাসের যে সম্পর্ক,
ঠিক ওভাবেই আমায়ও তুমি মনে করো||

তোমায় ভালোবাসি শুধু এটুকুই বার আমি বলিনি, বলেছিলাম
আমার প্রতিটা দীর্ঘশ্বাসের ভাঁজে নীল বেদনায়
কত জ্বালিয়েছি দুখের প্রদীপ অনূভুতির মলিন ধুলোর বৃথা কামনায়।
স্বপ্নের আঙিনায় স্মৃতির পাখীরা করে কোলাহল
শুদ্ধ আলিঙ্গনে মনের আঁধার ঘুচিয়ে দিও অবিচল|।

তোমায় ভালোবাসি শুধু এটুকুই বার আমি বলিনি, বলেছিলাম
অনন্তকাল ধরে রব দুজনে পাশাপাশি অন্য ভুবনে ।
এক জনম থেকে আরেক জনমে অনন্তের পথে,
হারালেও বার বার আমার জন্ম হবে পুনঃজন্ম
শুধু শুধুমাত্র তোমাকে পাবার জন্য।|

তোমায় ভালোবাসি শুধু এটুকুই বার আমি বলিনি, বলেছিলাম
তুমি ছিলে আমার আছ আমার এবং আজীবন থাকবে একান্ত আমার মনের গহীনে|
 

-অপরিচিত মানবী

No comments:

Post a Comment