সেই নির্বোধ একটা পোকা কেটে গেছে আমার প্রিয় শীতের সোয়েটার
সেটা পরে আমি আর বাইরে যেতে পারি না| হুহু করে শীত ঢুকে যায় ভিতরে
তবু পোকাটার জন্য আমার মায়া হয়, নাম না জানা বিষাক্ত ছারপোকা|
-অপরিচিত মানবী
সেটা পরে আমি আর বাইরে যেতে পারি না| হুহু করে শীত ঢুকে যায় ভিতরে
তবু পোকাটার জন্য আমার মায়া হয়, নাম না জানা বিষাক্ত ছারপোকা|
-অপরিচিত মানবী
No comments:
Post a Comment