নিজেকে বড্ড অসহায় লাগে আজকাল যখন আর ধূসর মেঠো চেনাপথ ধরে পথিকের পদধ্বনি শুনতে পাইনা|
মাঝে মাঝে ইচ্ছে হয় এক পায়ে পায়চারি করতে থাকা ধূসর বক হয়ে যাই, এক চোখ মেলে
এদিক ওদিক তাকাই, আধ ভাঙ্গা ডানা মেলি|
ভীষণ মন খারাপ হয় যখন ইচ্ছে গুলো ছোট হতে হতে একদম রেশমি সুতোর মত হয়ে পড়ে - বিমুগ্ধ্বের মতো হয়ে পড়া মৌনতার সুতো, যদিও পারি না বুনে নিতে প্রিয় নকশী চাদর|
-অপরিচিত মানবী
মাঝে মাঝে ইচ্ছে হয় এক পায়ে পায়চারি করতে থাকা ধূসর বক হয়ে যাই, এক চোখ মেলে
এদিক ওদিক তাকাই, আধ ভাঙ্গা ডানা মেলি|
ভীষণ মন খারাপ হয় যখন ইচ্ছে গুলো ছোট হতে হতে একদম রেশমি সুতোর মত হয়ে পড়ে - বিমুগ্ধ্বের মতো হয়ে পড়া মৌনতার সুতো, যদিও পারি না বুনে নিতে প্রিয় নকশী চাদর|
-অপরিচিত মানবী
No comments:
Post a Comment