পরিচিত রাস্তাগুলো আমাকে খুব কাছে ডাকে। সেইসব
রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মনে হয় যেন তারা আমাকে তাদের সঙ্গে
ফুটপাতের মাঝে দাড়িয়ে সুখ দুক্ষের সঙ্গী হবার আকুতি করে । আমি শুধু পেছনে
হাটছি । যতোই দিন যাচ্ছে মনে হচ্ছে ব্যর্থতার এই বৃত্ত থেকে বুঝি বেরিয়ে
আসা সম্ভব নয় কোনভাবেই। আশাবাদী হয়ে উঠার মতো কিছুই তো হচ্ছে না চারপাশে।
নিজেকে ভীষণ অসহায় আর অচেনা মনে হচ্ছে। মনে হচ্ছে এটাই ছিল আমার নিয়তি|আমার
জীবনের কোনো গল্পই পূর্ণতা পায়না|সব সেই অসমাপ্ত কল্পনায় রয়ে যায়| মন ভালো
নেই মন আমার কিছুতেই ভালো হচ্ছেনা আজ| হারিয়ে গেছে সব প্রতিক্ষারা বার বার
অপেক্ষিত থেকে।
-অপরিচিত মানবী
-অপরিচিত মানবী
No comments:
Post a Comment