যে পথে আজ আর কোন পথিক নেই সেই পথেই আমি একা
নিশ্চুপ পথ হাটি।ব্যস্ততার ঝিঁঝিঁ পোকাটা আর কোন শব্দে মেতে উঠে না, গুটিয়ে
নিয়েছে নিজেকে।সবকিছু আজ হঠাৎএকদম জমে গিয়ে বরফ হয়ে আছে। ভোরের শিশিরকনা,
গোধুলির ধুপছায়া রাতের শুকতারাটির জ্বলে উঠা অথবা অন্ধকারে জমাট আঁধার আজ
সবকিছু মলিন।কোনো কিছুতেই এখন আর অস্থিরতা জাগে না মনে। কোনো কথা এখন আর
মনে পড়ছে না; কিছুই আর মনে আসছে না। যা কিছু কখনও হতে পারতো, তার কোনকিছু
না হওয়ায় পথিকের চলে যাওয়ার পথে একেবারে চুপচাপ নিশ্চুপ আমি। আসলে একদিন
পথিকই হয়তো ভুল পথে পা মাড়িয়ে ছিলো।
-অপরিচিত মানবী
-অপরিচিত মানবী
No comments:
Post a Comment