তুমি আমাকে দিয়েছিলে মিষ্টি বৃক্ষ শিকড়
মৌচাক থেকে খুঁজে আনা মধু, স্বর্গ থেকে নেয়া সুখ
আর তুমি বিস্মিত হয়ে বলেছে আমাকে
ভালবাসি ভীষণ ভালবাসি তোমায় মানবী
তুমি আমাকে দেখিয়েছ সেই কুহক কুয়ায়
আমাকে অতল দেখে দেখে
ফেলেছ এক দীর্ঘনিশ্বাস
আমি এক গভীর চুমুতে
মিলিয়ে দিয়েছি তোমার সেই বন্য কাতর চোখ!!
-অপরিচিত মানবী
মৌচাক থেকে খুঁজে আনা মধু, স্বর্গ থেকে নেয়া সুখ
আর তুমি বিস্মিত হয়ে বলেছে আমাকে
ভালবাসি ভীষণ ভালবাসি তোমায় মানবী
তুমি আমাকে দেখিয়েছ সেই কুহক কুয়ায়
আমাকে অতল দেখে দেখে
ফেলেছ এক দীর্ঘনিশ্বাস
আমি এক গভীর চুমুতে
মিলিয়ে দিয়েছি তোমার সেই বন্য কাতর চোখ!!
-অপরিচিত মানবী
No comments:
Post a Comment