প্রিয় ভালবাসা;
কেমন আছিস তুই?
কোন প্রতারকের হাতছানিতে ভুলে যাসনি তো নিজের সত্তাকে ?
জলাঞ্জলি দিস নি তো
মনের গভীরে আদরে মমতায় লালন করে আসা কোমল আবেগ-
ছেঁড়া তুলোর মত নিজেকে ভাসিয়ে দিসনি তো কোন মাতাল হাওয়ায়?
বর্ষার কাঁদাজলে পিছলে পড়িস নি তো
মায়াবি বিভ্রান্তের পিছু ছুটতে গিয়ে?
কী জানি?
কতকাল খোঁজ রাখি না তোর!
যেন কয়েক শত জনম তোকে ছাড়াই পাড়ি দিয়ে আসলাম
এই আমাদের দুঃখের রাজত্বে।
প্রিয় ভালোবাসা,
কষ্টের পিঠে সোয়ার হয়ে আমি যখন এই জীবনের মাঠ ঘাট দিগন্তে ছুটছিতো ছুটছি...
আজ আবার তোর বার্তা সমাচার জানতে
খুব বেশি ইচ্ছে করছে...!!!
-অপরিচিত মানবী
কেমন আছিস তুই?
কোন প্রতারকের হাতছানিতে ভুলে যাসনি তো নিজের সত্তাকে ?
জলাঞ্জলি দিস নি তো
মনের গভীরে আদরে মমতায় লালন করে আসা কোমল আবেগ-
ছেঁড়া তুলোর মত নিজেকে ভাসিয়ে দিসনি তো কোন মাতাল হাওয়ায়?
বর্ষার কাঁদাজলে পিছলে পড়িস নি তো
মায়াবি বিভ্রান্তের পিছু ছুটতে গিয়ে?
কী জানি?
কতকাল খোঁজ রাখি না তোর!
যেন কয়েক শত জনম তোকে ছাড়াই পাড়ি দিয়ে আসলাম
এই আমাদের দুঃখের রাজত্বে।
প্রিয় ভালোবাসা,
কষ্টের পিঠে সোয়ার হয়ে আমি যখন এই জীবনের মাঠ ঘাট দিগন্তে ছুটছিতো ছুটছি...
আজ আবার তোর বার্তা সমাচার জানতে
খুব বেশি ইচ্ছে করছে...!!!
-অপরিচিত মানবী
সুন্দর
ReplyDelete