Wednesday, March 27, 2013

একাকীত্বে খুব

বৃষ্টির ফোটায় তোমার চোখ দু’টি ছুঁয়ে শুদ্ধ হয়েছে আমার প্রেম| এতদিনেও তোমায় বদলাতে পারিনি আমি কিছু স্থির বিন্যাসে| মাঝে মাঝেই নিশ্চুপ মাঝরাতে চুপি চুপি বলে যায় স্নিগ্ধ বাতাস-আজীবন ভালবাসব তোমায় আমার ভীষণ একাকীত্বে খুব গোপনে।
 

-অপরিচিত মানবী

No comments:

Post a Comment