হয়ত কোনদিন আবার দেখা হবে চলার পথে,
একদিন হঠাৎ করেই থমকে যাবে পথচলা,
অপলক চাহনি রবে শান্ত সুস্থির,
কোন অভিমান নয় রইবো শুধু অপলক চেয়ে।
সময় পিছিয়ে যাবে এক নিমিষেই,
অস্পষ্ট স্মৃতিতে রইবে মলিন কিছু একান্ত সময়,
হৃদয়ের এক কোণে মুচড়ে উঠবে এক ক্ষীণ কষ্ট,
কিছু অপূর্ণ চাওয়া, আর কিছু হাহাকার।
নীরবতা ভেঙ্গে জানতে চাইব “কেমন আছ তুমি?”
“ভালো আছি” বলে চাপা আর্তনাদ উঠবে মনে
স্বল্প সময় হবে যেন বহমান মহাকাল,
ভালো থেকো সারাজীবন- বলে নিবো বিদায় দুজন।
কেউ বলব না আবার দেখা হবে,
দুটি পথ হবে দুজনের অলিখিত বিপরীত মেরু,
আফুরন্ত কথার ভীড়ে পাখিরা থাকবে নির্বাক,
লুকিয়ে মোছা হবে চিকচিকে অশ্রুজল,
জীবনের বেচাকেনা শেষে ক্লান্ত হয়ে পড়ব সেদিন তুমি আমি।
-অপরিচিত মানবী
একদিন হঠাৎ করেই থমকে যাবে পথচলা,
অপলক চাহনি রবে শান্ত সুস্থির,
কোন অভিমান নয় রইবো শুধু অপলক চেয়ে।
সময় পিছিয়ে যাবে এক নিমিষেই,
অস্পষ্ট স্মৃতিতে রইবে মলিন কিছু একান্ত সময়,
হৃদয়ের এক কোণে মুচড়ে উঠবে এক ক্ষীণ কষ্ট,
কিছু অপূর্ণ চাওয়া, আর কিছু হাহাকার।
নীরবতা ভেঙ্গে জানতে চাইব “কেমন আছ তুমি?”
“ভালো আছি” বলে চাপা আর্তনাদ উঠবে মনে
স্বল্প সময় হবে যেন বহমান মহাকাল,
ভালো থেকো সারাজীবন- বলে নিবো বিদায় দুজন।
কেউ বলব না আবার দেখা হবে,
দুটি পথ হবে দুজনের অলিখিত বিপরীত মেরু,
আফুরন্ত কথার ভীড়ে পাখিরা থাকবে নির্বাক,
লুকিয়ে মোছা হবে চিকচিকে অশ্রুজল,
জীবনের বেচাকেনা শেষে ক্লান্ত হয়ে পড়ব সেদিন তুমি আমি।
-অপরিচিত মানবী
No comments:
Post a Comment