Wednesday, March 27, 2013

অমুদ্রিত সেইসব

একবার রূপান্তর করতে শেখো
সন্ধ্যার খুব কাছে চলে এসো,
ইতিহাসের পাতার ভয়ংকর সব
আততায়ীদের মত
তারপর অদৃশ্য হয়ে যেও
রক্তাক্ষর দেখে মানুষ বলতে পারে
অমুদ্রিত সেইসব
‘কবিতা!! কবিতা’!!
 

-অপরিচিত মানবী

No comments:

Post a Comment