চারিদিকে খুশির বন্যা তবুও বেহায়া চোখ দুটো
পুড়ে| ব্যথার আগুনে পুড়ে কষ্ট গুলো আকাশে হেলান দিয়ে হাসছে| জীবনের
শেষপ্রান্তে ঘুম পাড়ানী গান ভেসে আসছে শেষরাতের চিমনি থেকে| এক একদিনের
নির্বাসন কত নির্জন কত অন্ধকার কত বিস্বাদ আর অপেক্ষার সময়| পুরো বাড়ি
হিংসার লাভায় গলে যাচ্ছে আর আমার ঘরে রক্ত ঝরছে| দেয়ালগুলো মিলিয়ে গেছে
বিষাদের ছায়ায়|ছাদের রেলিংগুলোতে কোন স্বপ্ন নেই আজ| ঘরের প্রতিটা মানুষের
চেহারা লম্বাটে পাংশু হয়ে আছে| একসময় নরম বাতাসে ভর করে আকাশ থেকে সন্ধ্যা
নেমে আসে| আমিও নেমে আসি রাস্তায়| খোলা আকাশের তারাভরা সড়কের শেষ খুঁজে
পাইনা আমি| কোনো এক বাড়ির জানালার কাঁচে ঘোলা দু'টো চোখ| হঠাত মনে হলো সব
কিছুর পেছনে অপেক্ষা করছে এক অচেনা মানুষ।
-অপরিচিত মানবী
-অপরিচিত মানবী
No comments:
Post a Comment