Tuesday, May 28, 2013

আমার 'তুমি'

আমার 'তুমি'
 

তুমি যে আমার প্রতিটা মুহূর্তে মাথায় গেঁথে থাকো বোধের সাথে তা কি জানো? আমরা হাজার মাইল দূরে বসবাস করলেই তোমাকে ঘিরে মাথায় অনবরত স্বপ্ন গড়া হচ্ছে, আমাদের পুরোনো কোনো ঘটনা, কথা, হাসির একটু টুকরো, বিষন্ন কথার শীতলতা, তোমার ঠোঁটের নাড়াচাড়া, চাহনি,- এইসব পালাক্রমে আমাকে আক্রান্ত করতে থাকে। আমি অন্তর্মুখী স্বভাবের। যারা অন্তর্মুখী, তাদের এই ব্যাপারগুলো ঘটে থাকে। যে মানুষটি আমার মনে মননে অনুভূতিতে আবেগে কল্পনায় স্বপ্নের ক্যানভাসে দুর্বোদ্ধ আঁকিবুকি এঁকে বসে আছে, প্রতিদিন ভালোবাসায় ভরিয়ে রেখেছে মন, তাকে ঘিরে আমরা ভাবনা কল্পনা স্বপ্ন প্রতীক্ষা আশংকা এইসব চক্রাকারে ঘোরাফেরা করবে এটাই আমার পক্ষে স্বস্তি আর আনন্দদায়ক। তুমি হচ্ছে আমার একাকিত্বকে ভরিয়ে রাখার সেই দেবতা। তোমাকে ভালোবেসে পুজো দেই প্রতিদিন মনে মনে। জানি না, আমার একান্ত পুজোর কতখানি তোমার ভালোবাসার মন্দিরে গিয়ে পৌঁছায় আর কতটুকুই বা ফিরিয়ে দাও আমাকে...
রিমোট লাভ কতটুকু কার্যকরী জানি না। আমারো ইচ্ছে জাগে, প্রতিদিন বা সপ্তাহে অন্তত চারদিন তোমার পাশাপাশি হাঁটতে, হাঁটতে গিয়ে তোমার ছায়ার সাথে আমার ছায়ার ভীষণ ঠোকাঠোকি খেলতে, তোমার ঘামে ভেজা মুখটি আমার রুমাল দিয়ে মুছে দিতে ইচ্ছে করে, বিকেল হলে মুখোমুখি বসে গল্প করতে কত সাধ জাগে! তুমি কি জানো, তোমার নিশ্বাস আর মুখের মাদকতা সৃষ্টিকারী সুগন্ধ আমার মুখে নাকে আজো লেগে আছে। আর বুঝি পেতে ইচ্ছে করে না? যেদিন তোমার সাথে কাটানো মুহূর্তেগুলো নস্টালজিক গল্পের রাঙানো অক্ষর থেকে আবার সজীব হয়ে এই পৃথিবীর আলো বাতাসে পাশাপাশি হেঁটে বেড়াবে, শুষে নিবো সকল ভালোবাসা- সেইদিন তো আমার নতুন করে আরেকবার জন্ম হবে। তোমার কাঁধে মাথা রেখে রাজ্যের গল্প করছি এমন রাত যেন রূপকথার কোনো এক রাত... এইসব পেয়ে গেলেও তাদের আবেদন ফুরাবে না একটুও। তোমার গায়ের গন্ধ চোখের চাহনি ঠোঁটের নাড়ানাড়া কন্ঠস্বর এইসব তো চির নবীন। আমি সিন্ধুর এইপাড়ে বসে তোমাকে ঘিরে হাজারটা স্বপ্ন বুনতে থাকি চেতনে অবচেতনে। আর অভাব বোধ করি, আমারো তো সাধ আছে, আছে আহ্লাদ... তোমার সাথে আমার নিত্যদিনের বসবাস মনোভূমিতে, কল্পনার অনুভবে; ইচ্ছে হয় না বুঝি যেন, থাকি পাশাপাশি। খুব ইচ্ছে করে জানো, আমার খুব ইচ্ছে করে...
তবুও আমি সুখী। অদ্ভুদ রকমের সুখী। যার হৃদয়ে তোমার মত এমন মায়াময় রাজপুত্র স্বপ্নের জাল বোনায়, সে কীভাবে অসুখী হতে পারে, বলো? যখন তোমার ভালোবাসা ভরা চাহনী পেতে ইচ্ছে করে, মন খারাপের মুহূর্তে পেতে ইচ্ছে করে তোমার মমতাভরা কাঁধ,- কল্পনা করি, স্মৃতি হাতড়িয়ে তোমার চাহনি খুঁজে বের করি, আর কল্পনা করি তোমার কাঁধ! যাতে একমুঠো স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ভালোবাসা মমতায় ডুবে যায়...
আমি অপেক্ষায় আছি তোমার মুখোমুখি হবার মুহূর্তের।
Jimmy please say you'll wait for me
I'll grow up someday you'll see
Saving all my kisses just for you
Signed with love forever true.
ইতি-
তোমার 'আমি'

-অপরিচিত মানবী
০৫/০৮/১৩

No comments:

Post a Comment